কলকাতা টেলিভিশন, অর্থাৎ, আজকের দূরদর্শন তখন সবে শুরু হয়েছে। টালিগঞ্জের রাধা স্টুডিও থেকে তখন টেলিকাস্ট হয়। সময়টা ১৯৭৫ সালের ৯ আগস্ট। তার ঠিক আগেই ২৫ জুন দেশে ঘোষণা হয়েছে জরুরি অবস্থা আর সেন্সরশিপ। সেই সেন্সরশিপ থেকে ছাড় পায়নি কলকাতা টেলিভিশনের ‘সাহিত্য-সংস্কৃতি’ অনুষ্ঠানও।