নতুন বছরে বিগ কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে আরও বেশি বেশি করে ডাকছে, ‘দয়া করে অসুস্থ হোন। আমাদের দুয়ারে আসুন।’ অস্যার্থ, শরীর-স্বাস্থ্যকে বিপর্যস্ত করুন ও আর্থিক ভাবে নিঃস্ব হোন। বিপরীতে, অসুস্থ না হওয়াটাই জনস্বাস্থ্যের মৌলিক দাবি। আলোচনা করলেন জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রণী কর্মী উত্তান বন্দ্যোপাধ্যায়।
13 Comments