‘দয়া করে অসুস্থ হোন’

‘দয়া করে অসুস্থ হোন’

নতুন বছরে বিগ কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে আরও বেশি বেশি করে ডাকছে, ‘দয়া করে অসুস্থ হোন। আমাদের দুয়ারে আসুন।’ অস্যার্থ, শরীর-স্বাস্থ্যকে বিপর্যস্ত করুন ও আর্থিক ভাবে নিঃস্ব হোন। বিপরীতে, অসুস্থ না হওয়াটাই জনস্বাস্থ্যের মৌলিক দাবি। আলোচনা করলেন জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রণী কর্মী উত্তান বন্দ্যোপাধ্যায়।

Related Articles

13 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • ডাঃ অমিতা দাশগুপ্ত , January 1, 2024 @ 8:06 pm

    খুবই উপযোগী সুন্দর ছোট কিন্তু গভীর বক্তব্য। আমি নিজে মফস্বলে অত্যন্ত অস্বচ্ছল অঞ্চলে ঘুরে ঘুরে চিকিৎসা করি। আমি জানি, উত্তানবাবুর এই কথাগুলোর মর্মার্থ কী। আরও বলুন। আরও লিখুন। অসংখ্য ধন্যবাদ।

  • Tapas Ranjan Chatterjee , January 1, 2024 @ 8:16 pm

    বেশ ভাল । সুললিত যুক্তিপূর্ণ বক্তব্য।

  • Uttan Bandyopadhyay , January 2, 2024 @ 3:08 pm

    সময় পেলে আরো নিঁখুত ভাবে পরিবেশন করতে পারতাম। ফলে অনেক কিছু বলা বাকি রয়ে গেলো।
    উত্তান বন্দ্যোপাধ্যায়।

  • Abhijit Dey , January 2, 2024 @ 7:07 pm

    জনস্বাস্থ্য র যে ছ’টি পয়েন্টস বললেন, এটা সত্যিই জানতাম না। সাধারণ জ্ঞান ও সাধারণ মানুষের ধরণ, ধারণ, রুচি, লোকাচার, অর্থনীতি, সমাজ সবকিছুই জনস্বাস্থের অঙ্গ। খুবই সুন্দর প্রস্তাবনা।

  • Anamika Chakraborty , January 2, 2024 @ 8:27 pm

    একটুখানি কথায় যেন শেষ হয়ে গেলো বক্তব্যটি। – তবু এর অর্থ ব্যাপক এক আবেদন। সত্যিই জনসাধারণের জন্যে , আমাদের জন্যে সক্কলের এক্ষুণি কিছু করা উচিত।

  • TITAS CHAK , January 2, 2024 @ 9:02 pm

    অসাধারণ! তারা ভুক্তভোগী তারাই বুঝবেন।

  • Anindya Datta , January 3, 2024 @ 10:26 am

    পড়লাম। বেশ ভাল বলেছেন।

  • Amitava Guha , January 3, 2024 @ 9:14 pm

    বেসরকারি চিকিৎসা কেন্দ্রকেও এখন ‘স্বাস্থ্যকেন্দ্র’ নামকরণ করা হয়েছে। মানে, স্বাস্থ্য ও চিকিৎসার তফাত টুকু রাখতে চাইছে না কেউ, মানে, ‘জনস্বাস্থ্য’ও এখন ‘চিকিৎসা রূপে’ বাণিজ্যিক হতে চাইছে, এবং সে দায়িত্ব আর সরকার নেবে না। এ এক সাংঘাতিক চুরি ! ‘ভাবনা’র চুরি। কর্পোরেট এইভাবে সব রাষ্ট্রকে গিলে ফেলে নিজেই একটা deep state হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এর পরিত্রাণ কোথায়? মানুষকে সচেতন করা ছাড়া কিছুই হবে না।

  • Dipanjan Chakraborty , January 3, 2024 @ 10:19 pm

    জনস্বাস্থ্য সম্পর্কিত একটি চমৎকার বক্তব্য। পেশার কারণে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে দেখেছি জনস্বাস্থ্যেরর ৬ টি স্তম্ভ সম্পর্কে প্রায় কারুর ধারনা নেই। শহরাঞ্চলের মানুষতো হুজুগে চলে। কাজই এই ধরনের বক্তব্যগুলো ঘনঘন প্রচারে আসা দরকার যা আপামর জনসাধরন কে একটা সঠিক দিশা দেখাতে পারবে। ধন্যবাদ উত্তান বাবু, ভালো থাকবেন।

  • Supratim Datta , January 5, 2024 @ 7:02 am

    ভাল উপস্থাপনা।
    আরও বিশদে আলোচনা চাই।
    আরও বেশি প্রচার চাই।

  • Uttan Bandyopadhyay , January 5, 2024 @ 1:54 pm

    সকলকে ধন্যবাদ। আপনাদের কাছে যাতে বিষয়টি নিয়ে আরো বিশদভাবে আসতে পারি তার চেষ্টা অবশ্যই করবো।

    উত্তান বন্দ্যোপাধ্যায়

  • রাজেশ রায় , January 10, 2024 @ 11:42 am

    তথাকথিত কোভিড কালে বাংলায় যেসব চিকিৎসক টিভিতে মুখ দেখিয়েছেন তাদের একজনও কমিউনিটি মেডিসিন বা ভাইরোলজি বা মহামারীবিদ্যা বা ইনফেকসাস ডিসিজ এর ডাক্তারবাবুর মুখ দেখিনি। কেউ পেটের ডাক্তার, কেউ ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তার,কেউ হার্টের শল্যবিদ এদেরই মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেছে। আসল ডাক্তারবাবুদের কথাই উহ্য রয়ে গেলো আজ অবধি।

  • Shekhar Chatterjee , January 30, 2024 @ 5:10 pm

    দয়া করে অসুস্থ হোন classic humorous sarcastically put forward .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!