সঙ্গীতাকাশে মুক্তি খুঁজি
সঙ্গীত যার কাছে আকাশের মতো। সেখানেই মুক্তির খোঁজ। তাই কখনই সেভাবে নিজেকে পেশাদার শিল্পী হিসেবে গড়ে তোলেননি। মগ্ন থেকেছেন নিবিড় সাধনায়। কন্ঠে ধারণ করেছেন সুরের গভীরতা। গান তখন এক তপস্যা। এই বিরল সাধক সোমা বন্দ্যোপাধ্যায়কে ধরা গেল খুব সামান্যই। তবুও…