‘কোথাও মায়া রহিয়া গেল’

‘কোথাও মায়া রহিয়া গেল’

‘ডাক্তারি-সাম্রাজ্যের নিয়ন্ত্রকরা যেদিকে চিকিৎসা-ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে, সেখানে ভালবাসা নেই, আছে ঘৃণা।’ লিখেছিলেন ডাঃ স্থবির দাশগুপ্ত। আমৃত্যু খুঁজে বেরিয়েছেন চিকিৎসাশাস্ত্রের সঙ্গে মানবিকতার অমলিন যোগসূত্রটিকে। তাঁর অকস্মাৎ প্রয়াণে তাঁকে স্মরণ করলেন তাঁরই সহযোদ্ধা ডাঃ গৌতম দাস।

Related Articles

4 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Tapankanti Ganguli , September 9, 2023 @ 3:53 pm

    অপরিসীম শ্রদ্ধায় মাথা আপনিই নত হয়ে আসে। এই রকম একজন মহামানবের কখনও মৃত্যু হয় না। ডা: স্থবির দাশগুপ্ত অজর ও অমর হয়ে থাকবেন আমাদের অন্তরে চিরকাল।???

  • Tuhin Basu , September 9, 2023 @ 7:29 pm

    এমন একজন ব্যক্তিত্বের সম্পর্কে জানতে পেরে মৌন থাকতেই ইচ্ছা করে। ?

  • Kalikrishna guha , September 9, 2023 @ 8:43 pm

    অসাধারণ একটি প্রতিবেদন।
    ওঁকে দিয়ে সম্পাদক হিসেবে আরেক রকম পত্রিকায় লিখিয়েছি। ওঁর কথা মুগ্ধ করত যদিও কথা হতো দূরভাষে। ওঁর কাছে রুগি পাঠিয়েছি।কিন্তু ওঁকে দেখার সৌভাগ্য আমার হয়নি। এই দুঃখ থেকে গেল।
    এইরকম মানুষ সমাজকে নির্মল করেন।

  • Srijana Mukhopadhyay , September 11, 2023 @ 1:47 pm

    মন্ত্রমুগ্ধের মত শুনছিলাম। ওনাকে সামনাসামনি দেখবার সুযোগ একবারই হয়েছিল। আপনার স্মৃতিচারণের সংক্ষিপ্ত অনবদ‍্য আলেখ‍্যে অনুভব করছিলাম তাঁর বিমূর্ত রূপের মূর্ত উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!