‘ডাক্তারি-সাম্রাজ্যের নিয়ন্ত্রকরা যেদিকে চিকিৎসা-ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে, সেখানে ভালবাসা নেই, আছে ঘৃণা।’ লিখেছিলেন ডাঃ স্থবির দাশগুপ্ত। আমৃত্যু খুঁজে বেরিয়েছেন চিকিৎসাশাস্ত্রের সঙ্গে মানবিকতার অমলিন যোগসূত্রটিকে। তাঁর অকস্মাৎ প্রয়াণে তাঁকে স্মরণ করলেন তাঁরই সহযোদ্ধা ডাঃ গৌতম দাস।
4 Comments