কথামতো, লাইভ হল ‘একক মাত্রা’র ইসংস্করণ ও আনুষঙ্গিক সমস্ত ফিচার। এবারে শুধুমাত্র আর মুদ্রণ কপি নয়, ইভার্সানেও পাওয়া যাবে ‘একক মাত্রা’র সমস্ত বয়ান।
এখানে থাকছে তিনটি উপায়:
১) আপনি যদি ‘একক মাত্রা’র আজীবন গ্রাহক হয়ে থাকেন তাহলে এখানে রেজিস্টার করে আপনার লগিন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিন যা অ্যাক্টিভেশনের পর আপনি পেয়ে যাবেন প্রকাশিত সমস্ত বয়ানের অভিগম্যতা। যাঁরা আজীবন গ্রাহক হতে চান তাঁরাও এই সুযোগ পাবেন ও সঙ্গে পুরনো সংখ্যাগুলির মুদ্রণ কপির একটি লভ্য সেট।
২) যাঁরা শুধুমাত্র নতুন সংখ্যাটি পড়তে চান, তাঁদেরও রেজিস্টার করে লগিন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং ব্যাঙ্ক ট্রান্সফার মারফত সংখ্যার মূল্য পাঠিয়ে দিলে অভিগম্যতা পেয়ে যাবেন।
৩) বাকী রইল অন্যান্য বয়ানের ফ্রি রিডিং। যাঁরা আজীবন গ্রাহক নন তাঁরা নতুন সংখ্যা বাদে অন্যান্য সমস্ত প্রকাশের ফ্রি অ্যাকসেস পাবেন।
এই লাইভ অনলাইন ‘একক মাত্রা’ পনের দিনের জন্য ট্রায়ালে রইল। আপনাদের সমস্ত প্রশ্ন ও সমস্যার জন্য সরাসরি যোগাযোগ অথবা ইমেইলে জানাতে পারেন।
আশাকরি, সময়ের উজানে আমরা আরও বেশি করে প্রাসঙ্গিক ও অনুসন্ধিৎসু পাঠকের হাতিয়ার হয়ে উঠতে পারব।
6 Comments