লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনাসভাআজকাল ৬ অগস্ট ২০১৮'একক মাত্রা'র প্রথম সংখ্যাআজ প্রকাশ পেল 'একক মাত্রা'র নতুন সংখ্যার (অক্টো-ডিসে ২৩) মুদ্রণ সংস্করণ। প্রচ্ছদ বিষয়: শেয়ার বাজার রহস্য।প্রচ্ছদ বিষয় নিয়ে লিখেছেন: অমিতাভ গুহ সরকার, রঞ্জন মুখোপাধ্যায়, পার্থ হালদার, অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, কনক জৈন ও অনিন্দ্য ভট্টাচার্য। প্রচ্ছদ শিল্পী: অনির্বাণ মিশ্র।