‘চাকরিহারা’দের কথা
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক রায়ে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। ‘ঢাকের সঙ্গে ঢাকি বিসর্জন’এর মতো এই রায় কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সুপ্রিম কোর্টে আপিল উঠেছে। তার সঙ্গে এই প্রশ্নও উঠেছে, SSC’র ভূমিকা কতটা সদর্থক ছিল? এক শ্রেণির আইনজীবীও কি রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন? ইতিমধ্যেই দুজন চাকরিহারা শিক্ষক আত্মহত্যা করেছেন। চাকরিহারা’দের সঙ্গে কথা বলে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা গেল।