ন্যায় বিচারের প্রহসন
সংসদে পেশ হয়েছে ন্যায় সংহিতা নামে তিনটি ফৌজদারি বিল। এই বিলগুলি পাশ হলে নাকি আমাদের ঔপনিবেশিক আইনের বেড়াজাল থেকে মুক্তি ঘটবে- এমনই দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিল কি আসলে ন্যায় বিচারের মূলে আঘাত? এই বিলের ছত্রে ছত্রে কীভাবে দলিত হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার, তা তুলে ধরলেন সুজাত ভদ্র।