কাজের বাজার
একদিকে পুরনো কাজের বিদায়, অন্যদিকে নতুন কাজের উদয়। অত্যন্ত দ্রুততায়। চালকের আসনে কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের কাজের বাজারের চরিত্র-চিত্রণ এইরকমই। তাই, কর্মসংকোচনের সঙ্গে সঙ্গে কর্মপ্রসারও সমান বাস্তবতা। কিন্তু কাজের স্থায়িত্ব? মজুরি? সামাজিক সুরক্ষা?