গত তিন দিন ধরে রামনবমীকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেরও বেশ কিছু জায়গা অশান্ত হয়েছে। বহু ছবি, বহু ভিডিও এসেছে। সচেতনভাবেই সেই ছবি কিংবা ভিডিও সামাজিক মাধ্যমে দিতে চাইনি। মনে হয়েছে, এই ছবিগুলো ভয়ের ছবি, এই ছবি যত বেশি প্রচার করা হবে তত বেশি মানুষ ভয় পাবে।