১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় প্রখ্যাত আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ যশোর রোড নিয়ে একটি অনবদ্য কবিতা লিখেছিলেন: September on Jessore Road। তৎকালীন পূর্ব-পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা এবং অপরিসীম যন্ত্রণার চিত্র কবিতাটিতে ফুটে উঠেছিল। প্রায় তিন দশক পরে, ওই কবিতাটি অবলম্বন করেই মৌসুমী ভৌমিক তাঁর বিখ্যাত গান রচনা করেন ‘যশোর রোড’: