‘একক মাত্রা’ অনলাইনে আমরা তিন ধরনের ব্যবস্থা রেখেছিলাম। এক) আজীবন গ্রাহক: যারা প্রকাশিত সমস্ত বয়ানের আজীবন পূর্ণ অভিগম্যতা পাবেন; দুই) খুচরো বিক্রি: যারা প্রকাশিত অনলাইন সংখ্যাগুলি খুচরো (এক বা অধিক) ক্রয় করলে সেই সংখ্যাগুলির (আর্কাইভে আপলোড করা পুরনো সংখ্যাগুলি নয়) পূর্ণ অভিগম্যতা পাবেন; তিন) বিনামূল্যে: যারা অনলাইন ‘একক মাত্রা’র নতুন ও আর্কাইভের পুরনো সংখ্যা ব্যতীত অন্যান্য সমস্ত বয়ানের অভিগম্যতা পাবেন।
পাঠকদের তরফে বারবার করে খুচরো সংখ্যাগুলি ক্রয়ে কিছু অসুবিধার কারণে তাঁদের অনুরোধে আমরা আরও একটি উপায় রাখলাম। এবার থেকে কেবলমাত্র অনলাইনে প্রকাশিত সংখ্যাগুলির এক বছরের জন্য গ্রাহক হওয়া যেতে পারে। এই সুবিধা মুদ্রিত সংখ্যার ক্ষেত্রে উপলব্ধ নয়। অর্থাৎ, যে কোনও পাঠক যে দিনে গ্রাহক হবেন, সে দিন থেকে এক বছর পর্যন্ত ‘একক মাত্রা’ অনলাইনে প্রকাশিত নতুন সংখ্যাগুলি (আর্কাইভের পুরনো সংখ্যা নয়) সহ অন্যান্য সমস্ত বয়ানের পূর্ণ অভিগম্যতা পাবেন। গ্রাহক মেয়াদ ফুরিয়ে গেলে আবার তিনি পুনর্নবীকরণ করে নিতে পারেন।
আজীবন গ্রাহক চাঁদা: ৩০০০ টাকা (সঙ্গে পাচ্ছেন পুরনো সংখ্যার একটি লভ্য সেট); প্রতি সংখ্যার খুচরো মূল্য: ৪০ টাকা; এক বছরের গ্রাহক চাঁদা: ১০০ টাকা।
আপনারা সকলেই জানেন, শুধুমাত্র গ্রাহক চাঁদা ও খুচরো বিক্রির অর্থ দিয়েই ‘একক মাত্রা’ পত্র এখনও টিকে আছে। তাই, বরাবরের মতো আমরা আপনাদের সমর্থন প্রত্যাশী। বলাই বাহুল্য, সমস্ত লেনদেনের আগে ‘একক মাত্রা’ অনলাইনে রেজিস্টার করে লগিন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। যদি ইতিমধ্যে রেজিস্টার করে থাকেন তবে তো ঠিকই আছে! ‘একক মাত্রা’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট’এ যে কোনও মূল্য ট্রান্সফার করা যেতে পারে:
Name: Ekak Matra
Bank: Punjab National Bank
Br: Old Ballygunge
A/c No: 0316010110400
IFSC: PUNB0031620