দূরে কাছে কেবলি নগর, ঘর ভাঙ্গে
গ্রাম পতনের শব্দ হয়;
(পৃথিবীলোক। জীবনানন্দ দাস।)
রাজার নীতি কিংবা শ্রেষ্ঠ নীতির ভাবনা থেকে রাজনীতি কথাটা তৈরি হয়নি। বরং, সহজ ভাবে বলতে গেলে, রাজা নয় প্রজা বা আম নাগরিকদের জনকল্যাণের নীতিই রাজনীতি। তার জন্য, মাঝে মাঝে প্রয়োজন অনুসারে বা জনস্বার্থে আইন ও প্রতিষ্ঠানের পরিবর্তন এবং তার ফলে সমাজের ক্রমবিকাশ ঘটানোই যে কোনও প্রজাতান্ত্রিক রাজ্যে রাজনীতি ও সরকারের মুখ্য কাজ। গণতান্ত্রিক রাষ্ট্রে আলাদা করে জনকল্যাণ বিশেষণটি রাজনীতির সঙ্গে যোগ করার কোনও মানেই হয় না। করলে, বুঝে নিতে হবে যে তা পরোক্ষে কোনও না কোনও আপদবিপদের অশনি সংকেত বহন করছে। ঠিক যা এখন ভারতে ঘটছে। ঘটছে আরও অনেক কিছু– আগে কখনও এ দেশে যে সব দেখা যায়নি।