পাঁচটি রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতির ঝড় বয়ে গেল। যে কোনও ভোটেই আমরা জানি কৃষক, মহিলা, বরিষ্ঠ নাগরিক, বেকার যুবক-যুবতীদের জন্য ঢালাও প্রকল্প ঘোষণা করা হয়। কিন্তু মধ্যপ্রদেশে কংগ্রেস তাদের ‘বচন পত্রে’ রীতিমত চমক দিল; তুমুল উল্লাসের মধ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিদার কমল নাথ ঘোষণা করলেন, তাঁর পার্টি ক্ষমতায় এলে রাজ্য তাদের নিজেদের আইপিএল দল পাবে।
শিক্ষায় কমবেশি সর্বত্রই ছাড় দেওয়া হয় আমরা জানি। কিন্তু ছত্তিসগড়ে নিজের দলকে আবার জিতিয়ে আনার মরীয়া প্রচেষ্টায় রাহুল গান্ধী কেজি থেকে পিজি শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বিনামূল্যে চাল বণ্টনও বহুল প্রচলিত, কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও প্রতিশ্রুতি দিলেন, পুনর্নির্বাচিত হলে তিনি রাজ্যবাসীকে সাধারণ রেশনের চাল নয়, একেবারে উৎকৃষ্ট (সুপার ফাইন) চাল খাওয়াবেন। দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির মানুষকে নানা সুবিধা পাইয়ে দেওয়ার এই প্রবণতাকে ‘রেউড়ি সংস্কৃতি’ বলে ব্যঙ্গ করেন। অথচ দেখা গেল, তিনি ভোট প্রচারের কড়া বিধি সম্পূর্ণ উপেক্ষা করে ৮০ কোটি মানুষকে আরও পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন এবং পিএম কিষাণ প্রকল্পের ১৫তম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করে রেউড়ি বন্টনে সমস্ত নেতাকে ছাপিয়ে গেলেন। মধ্যপ্রদেশের বড় শহরগুলিতে বিজেপির হোর্ডিং- ‘লাডলি বেহানা’ ও ‘পিএম উজালা’ প্রকল্পের উপভোক্তাদের জন্য গ্যাস সিলিন্ডার ৪৫০ টাকা!