বিগত শতকের শেষ দশক। জল-জঙ্গলের দেশ সুন্দরবনের এক অঞ্চল থেকে আপাতদৃষ্টিতে এক অভূতপূর্ব ঘটনা সামনে এল। সে সময় ছিল চিংড়ি চাষের স্বর্ণযুগ। নগদ টাকার জোয়ার এসেছে চিংড়ির ব্যবসায়। বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হু হু করে বাড়ছে চিংড়ি চাষ। সাধারণ চাষ তো বটেই, মাছ চাষের চেয়েও কয়েক গুন টাকা ঢুকছে চাষির ট্যাঁকে। দক্ষিণবঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই চিংড়ি চাষের নামই হয়ে গিয়েছে ‘ব্লু রেভলিউশন’ বা নীল বিপ্লব।