বিশ্বাসঘাতক রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জয়ধ্বনি দিয়ে চেষ্টা চলেছে বাংলার ইতিহাসকে বিকৃত করে সনাতনী হিন্দু ধর্মের নামে এক দমবন্ধ অবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করার। অথচ, গত ৫০০ বছর ধরে বাংলার সর্বধর্ম সমন্বয়ের ভাবধারাকে চৈতন্যদেবের মতো যে যুগপুরুষরা বয়ে নিয়ে গেছেন, তাঁরা সমর্থন পেয়েছেন সে সময়ের সুলতানি শাসকদের থেকেই। বাংলার মাটিতেই মিশে আছে শান্তি ও সমন্বয়ের উদার বার্তা। সেই বহমান ভাবসাগরের কথা শোনালেন প্রবুদ্ধ বাগচী। পাঠ: অনুমিতা ভট্টাচার্য।
1 Comment