যদিচ সেনসেক্স ও নিফটি সূচক চড়চড় করে উর্ধ্বপানে উঠছে, তথাপি বিনিয়োগকারীদের সম্পদ দিন প্রতি গড়ে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা করে হ্রাস পাচ্ছে। ভারতীয় অর্থনীতি কি বড়সড় মন্দার মুখে? ১৯২৯’এর মহামন্দার আগে একজন বিনিয়োগকারী হিসেবে চার্লি চ্যাপলিনও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন! তারপর?

2 Comments