বামপন্থার ভবিষ্যৎ
বিহার-ঝাড়খন্ড সহ হিন্দি বলয়ে বামপন্থা কি নতুন পরিচিতি নিয়ে উঠে আসছে? আগামী লোকসভা নির্বাচনে INDIA জোট কী বার্তা দিচ্ছে? বিজেপি’কে ক্ষমতা থেকে সরানোটা কেন আজ মূল কর্তব্য? আজকের দুরন্ত প্রযুক্তি বিপ্লব কি নতুন ভাবনা-চিন্তাকে উসকে দিচ্ছে? পশ্চিমবঙ্গের পরিস্থিতিই বা কেমন? খোলামেলা আলোচনা করলেন দীপঙ্কর ভট্টাচার্য।