নির্বাচনী বন্ড উদ্দেশ্যমূলক গেমপ্ল্যান
নির্বাচনী বন্ড চালু করার পিছনে একটি সুগঠিত গেমপ্ল্যান ছিল। এই পরিকল্পনা অনেকটাই হিটলারের সহযোগী গোয়েরিং’এর ভাবনার সঙ্গে মিলে যায়। প্রচুর অর্থের সংস্থান করে এক নেতা, এক পার্টি, এক ধর্মের প্রবর্তনের ইঙ্গিত কি বেশ স্পষ্ট ছিল না?