অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পল নাইহস ও তাভনিত সুরি অগস্ট ২০১৯’এ প্রকাশিত একটি যৌথ রচনায় প্রশ্ন তোলেন, আমরা কি সত্যিই জানতে চাই, যদি দরিদ্র মানুষকে ন্যূনতম আয় প্রদান করা হয়, তাহলে তার ফলাফল কী হতে পারে? এই প্রশ্নের ইঙ্গিত ছিল সেইসব করদাতাদের প্রতি যাঁরা সম্পদের পুনর্বন্টনকে বাঁকা চোখে দেখেন।
অবশ্য, ওই নিবন্ধে এ কথাও ব্যক্ত করা হয়েছে যে, উন্নয়নশীল দেশগুলিতে নগদ হস্তান্তরের তথ্যসাবুদ থেকে এর ইতিবাচক ফলাফলেরই বেশি প্রাবল্য দেখা যাচ্ছে; নেতিবাচকতা খুবই কম। আমাদের অন্বেষণও চলেছে।