জনকল্যাণের রাজনীতি আমাদের দেশে যে নতুন শুরু হয়েছে, তা নয়। এর ভাবনা ও বীজ দেশের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকেই প্রবাহিত। সমস্যাটা ছিল, এর বিস্তৃতি, বাধ্যবাধকতা ও প্রয়োগের ব্যাপ্তি নিয়ে। আজ বলা যায়, তা প্রায়-সর্বজনীন এক রূপ পেয়েছে। অর্থাৎ, আস্তিন গুটিয়ে যে যাই আদর্শগত বাকতাল্লা ছাড়ুক না কেন, আদপে মোদ্দা হিসেব-নিকেশটা দাঁড়াচ্ছে, সরকারে এলে কোন দল জনগণের পুঁটুলিতে কী কী দিচ্ছে বা দেবে! সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও দেখা গেল, দুদিন আগে যে দল ‘রেউড়ি’ বলে গাল পেড়েছে, সে দলও কাঁধে করে জনকল্যাণের ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে তবে তিন রাজ্যে আপাত বাজীমাত করেছে। শুধু ‘রাম’ ভজনায় বা মুসলমান বিদ্বেষে চিড়ে ভেজেনি!