অন্তত এ রাজ্যে, শেয়ার বাজারের সঙ্গে আমজনতার দূরত্ব রাখাটাই ছিল দস্তুর। এখন এ অবস্থা হয়তো পাল্টাচ্ছে কিছুটা, কিন্তু শেয়ার বাজারকে আধুনিক রাজনৈতিক-অর্থনীতির একটি অন্যতম স্তম্ভ হিসেবে ভাবতে না পারার মধ্যে একপ্রকার চিন্তার দৈন্য যে প্রকটমান, তা স্বীকার করে নেওয়া ভাল।
বলাই বাহুল্য, শেয়ার বাজারের মধ্য দিয়ে পুঁজি এক সামাজিক রূপ ধারণ করেছে। এর উত্থান-পতনের সঙ্গে জড়িয়ে পড়েছে দেশ ও দশের জীবনযাপন। মানুষের স্বভাব-চরিত্রের মতোই এও এক রহস্যাবৃত সত্তা।