কুবচন ও অপবাদ

He is poor but honest বাট অর্থাৎ কিন্তু নামক অব্যয়টি কেমন নিরীহভাবে এক ব্যক্তিকে একক ভাবে, ব্যক্তিকেও নয়, সমষ্টির কপালে অপমানের জ্বলজ্বলে টীকা এঁকে দেয়। আর ছোটবেলা থেকেই ইংরেজি হোক বা বাংলা, এই উদাহরণটি-ই ব্যাকরণ বই প্রণেতাদের প্রথম পছন্দের। লোকটির টাকার অভাব নেই কিন্তু চোর, বা হেড মাস্টারের বয়স পঞ্চান্ন, তথাপি লাগাতার ছাত্রীদের ধর্ষণ করে যায় (সংখ্যাটা কোনও স্কুলে ১৪৬, কোথাও বা তারও বেশি)। এরকম উদাহরণ কোনও পাঠ্য বইতে স্থান পায় না। টাকা, ক্ষমতা, পদাধিকার ইত্যাদির দাপট সম্পর্কে শিশুকাল থেকেই আমাদের সচেতন করে দেওয়াই তার মানে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য। এভাবেই সমাজ-সচেতন হয়ে ওঠে শিশুরা গোড়া থেকেই। পুওর হয়ে কোনও সদগুণ যদি থেকে থাকে তোমার, তা ব্যতিক্রম। ব্যাকরণ বইয়ের পৃষ্ঠায় সে বিরল ঘটনা উৎকীর্ণ থাকবে। যদিও প্রকৃতপক্ষে ‘কিন্তু’ অব্যয়টির সঠিক স্থান হল ধনী আর সৎ-এর মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!