জনকল্যাণের রাজনীতি আর জনবাদ এক কথা নয়

জনকল্যাণ বলতে যা বোঝায় তা যে রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে সে বাবদে বিশেষ মতভেদ নেই বোধহয়। কিন্তু কোন নীতিটি আদতে জনকল্যাণের লক্ষ্যে নেওয়া হচ্ছে আর কোনটির পিছনে রয়েছে স্রেফ রাজনৈতিক লাভের উদ্দেশ্য, তা নিয়েই যত কূটকচাল। প্রশ্ন উঠতে পারে, যে নীতিতে জনকল্যাণের সম্ভাবনা নেই তা থেকে রাজনৈতিক লাভই বা হবে কীভাবে? নির্বাচকরা কী দেখে ভোট দেবেন? তাছাড়া সরকার যাঁরা চালান তাঁরা এমন নীতি নিতে যাবেনই বা কেন যা থেকে রাজনৈতিক লাভ নেই? এমন বহু প্রশ্ন কিলবিল করে যার স্পষ্ট উত্তর নেই। কিন্তু তা বলে তো মানুষ চুপ করে বসে থাকতে পারে না। সে ভাবে। সেই সব ভাবনার কিছু নির্যাস পেশ করা যাক।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!