জয়া – কী হবে রে ২৪’এর ভোটে? ইন্ডিয়া জোট কিছু করতে পারবে?
পৃথা – বেড়াতে এসে আবার ভোটের কথা কেন? রেজাল্ট যাই হোক, তোর আমার কী?
জয়া – বাহ্, দেশের পলিটিক্স ইকনমিক্স সব কিছুই তো কারা ক্ষমতায় আসবে তার ওপর নির্ভর করছে!
পৃথা – পলিটিক্স কিছুটা নির্ভর করে কিন্তু ইকনমিক্স খুব করবে কী?
জয়া – করবে না?
পৃথা – দেখ দুটো তো অপশন- বিজেপি অ্যান্ড কোং অথবা কংগ্রেস অ্যান্ড কোং! তো বিজেপি আর কংগ্রেসের ইকনমিক পলিসি কি কিছু আলাদা?
জয়া – সেটা অবশ্য খুব একটা না। সে তো ভারতের সব দলেরই অর্থনৈতিক নীতি এখন ক্যাপিটালিস্ট মার্কেট ইকনমির ওপর দাঁড়িয়ে।
পৃথা – তবে? এর কোনও বিকল্প আছে কিছু? বাজারই একমাত্র রাস্তা। যদি সামনের দিকে এগোতে হয়, চোখ বুজে মুক্ত বাণিজ্যের হাইওয়েতে গাড়ি ছোটাও।
শবনম – চোখ বুজে চালাতে গেলেই কিন্তু বিপদ!
পৃথা – কিন্তু ক্যাপিটালিজমে এ ছাড়া আর অন্য উপায় আছে কী?
শবনম – দ্যাখ, ধনতন্ত্র সম্পর্কে কতকগুলো জিনিস আমরা স্বতঃসিদ্ধের মতো ধরে নিই। এই যেমন ধর, ফ্রি মার্কেট বা মুক্ত বাজার। তোদের কি মনে হয় যে ধনতন্ত্রে মুক্ত বাজার আছে?