শেয়ার বাজার: বহুজন হিতায় চ?
সপ্ত ডিঙা ভাসাইলাম কালিদহের জলে। কথাটা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে নদীর বুকে সাদা পাল তোলা নৌকার সারি এবং তাতে পণ্য সামগ্রী সহ ভাসমান বণিক সম্প্রদায়, যার অন্যতম উজ্জ্বল জোতিষ্ক চাঁদ সদাগর। ভারত ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র তখন বাংলা। অর্থনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সারা পৃথিবীর মোট উৎপাদনের ৩৫ শতাংশই তখন ভারতের হাতে। চাঁদ সদাগরের সময়টা […]
Read More
