‘আমার বাড়িতে সিবিআই হানা দিতে পারে বলে শুনেছি। আমি এখন দুর্গাপুজো নিয়ে ব্যস্ত রয়েছি। এই মুহূর্তে সিবিআই যদি আমার বাড়িতে আসে তবে আমার ক’ জোড়া জুতো আছে তা গোনা ছাড়া আর কোনও কাজ থাকবে না। আমি সিবিআই’কে জুতো গোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তবে প্রথমে অনুগ্রহ করে, ভারতীয়দের কাছ থেকে আদানি ১৩ হাজার কোটি টাকার যে কয়লা চুরি করেছে, তার এফআইআর হোক।’
