শেয়ার বাজার রহস্য
এই প্রথম কোনও বাংলা পত্রিকায় (একক মাত্রা) শেয়ার বাজার নিয়ে বিস্তৃত ও মৌলিক আলোচনা। আর তা নিয়ে গত ৭ অক্টোবর ২০২৩ কলকাতায় হয়ে গেল এক অনন্য আলোচনাসভা। আলোচনার সারসংক্ষেপ এখানে দৃশ্যবন্দী করা গেল। কিন্তু আরও জানতে পড়ে ফেলতে হবে ‘একক মাত্রা’র ‘শেয়ার বাজার রহস্য’ বিষয়ক সংখ্যাটি।