বর্তমান ইজরায়েল রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা দেখব থিওডর হার্জল (অস্ট্রিয়ান ইহুদি, ১৮৬০-১৯০৪) ১৮৯৭’তে প্রতিষ্ঠা করেন ‘The World Zionist Organization’। তার এক বছর আগে ১৮৯৬’তে তিনি এ বিষয়ে একটি ইস্তাহার প্রকাশ করেন যাতে একদিকে ইহুদি ঐক্যের আহ্বান, আর অন্যদিকে তাদের ‘প্রমিসড ল্যান্ড’এ ফিরে যাবার আবেদন ছিল।