কাঞ্চনজঙ্ঘা ২০২৩
৬০ বছর পেরিয়ে ফিরে যাওয়া ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির সেইসব শ্যুটিং লোকেশনে। হারিয়ে যাওয়া মুহূর্তগুলো তাদের স্ব স্ব স্থানগুলিকে কি আবারও চিনে নিতে পারে? কেমন ছিল সে সব দিন? আজই বা তার কী রূপ? কিছু অজানা দিক। সেই অনন্য স্রষ্টার প্রতি এক প্রগাঢ় শ্রদ্ধার্ঘ্য।