দৃশ্য-নিবন্ধ

রাজনীতির অলিগলি

কৃত্রিম বুদ্ধিমত্তার পিঠে চড়ে আজ যে বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লব, তা রাজনীতি, অর্থনীতি ও সমাজের চেহারা আমূল বদলে দিয়েছে। রাজনীতি আজ কোন পথে এগোচ্ছে? আমাদের দেশে এই পরিবর্তনের দিশাটাই বা কেমন?

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Saubhik Datta , April 23, 2023 @ 9:17 am

    খুব জরুরী প্রশ্ন উত্থাপন করেছেন। মূলধারার রাজনৈতিক দলগুলো এখনও বিগত শতকে পড়ে আছে। প্রতিটি দল‌ই যেন রাজনৈতিক জাতিস্মর। পৃর্বজন্মের স্মৃতি বিজরিত আদর্শ ও কর্মসূচি আঁকড়ে পড়ে আছে। ইহজন্মের যে জরুরি প্রশ্নগুলো যথা – জলবায়ু পরিবর্তন, জল ও প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা, রাসায়নিক পারমাণবিক অস্ত্র দৌড়ের ভয়াবহ পরিণাম, অনাগত অতিমারি প্রতিরোধে আগাম প্রস্তুতি, প্রযুক্তির উল্লম্ফন জনিত বিপুল কর্মচ্যূতি, গতানুগতিক গণতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতা ও সমাধান প্রচেষ্টা এসব তাঁদের মানস জগতে বিন্দুবৎ জায়গা ও করে নিতে পারছে কি?

    সাবেক কোনও দল‌ই যেন খুব জরুরী প্রশ্ন উত্থাপন করেছেন। মূলধারার রাজনৈতিক দলগুলো এখনও বিগত শতকে পড়ে আছে। প্রতিটি দল‌ই যেন রাজনৈতিক জাতিস্মর। পৃর্বজন্মের স্মৃতি বিজরিত আদর্শ ও কর্মসূচি আঁকড়ে পড়ে আছে। ইহজন্মের যে জরুরি প্রশ্নগুলো যথা – জলবায়ু পরিবর্তন, জল ও প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা, রাসায়নিক পারমাণবিক অস্ত্র দৌড়ের ভয়াবহ পরিণাম, অনাগত অতিমারি প্রতিরোধে আগাম প্রস্তুতি, প্রযুক্তির উল্লম্ফন জনিত বিপুল কর্মচ্যূতি, গতানুগতিক গণতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতা ও সমাধান প্রচেষ্টা এসব তাঁদের মানস জগতে বিন্দুবৎ জায়গা ও করে নিতে পারছে কি?

    সাবেক কোনও দল‌ই যেন আজকের বাস্তবতাকে ছুঁতে পারছে না। এমনকি আম আদমি পার্টির মতো নবীন শক্তি ও রাষ্ট্র বাদের চেনা ন্যারেটিভকে অবলম্বন করেই এগোতে চাইছে মনে হয়। তিপ্রা মোথা প্রভৃতি দল‌ও সেই চেনা আইডেনটিটি পলিটিক্সের বাইরে আদতে খুব নতুন কিছু? রাজনীতির নতুন ভাষ্য রচনা করতে পারে এমন দলের জন্য আমাদের চাতক প্রতীক্ষা এখনও অব্যাহত। একক মাত্রা এনিয়ে একটি সদর্থক বিতর্ক সূচনা করলে সকলেই উপকৃত হবো। বাস্তবতাকে ছুঁতে পারছে না। এমনকি আম আদমি পার্টির মতো নবীন শক্তি ও রাষ্ট্র বাদের চেনা ন্যারেটিভকে অবলম্বন করেই এগোতে চাইছে মনে হয়। তিপ্রা মোথা প্রভৃতি দল‌ও সেই চেনা আইডেনটিটি পলিটিক্সের বাইরে আদতে খুব নতুন কিছু? রাজনীতির নতুন ভাষ্য রচনা করতে পারে এমন দলের জন্য আমাদের চাতক প্রতীক্ষা এখনও অব্যাহত। একক মাত্রা এনিয়ে একটি সদর্থক বিতর্ক সূচনা করলে সকলেই উপকৃত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!