যদিও আলোচনা জলাভূমি বা ওয়েটল্যান্ড নিয়ে, কিন্তু জলের কথা উঠলে নদী আর সমুদ্রের কথাই সবার আগে মনে পড়ে। দীঘির কথাও কারও মনে যদি বা ভেসে উঠতে পারে, জলাভূমি নৈব নৈব চ। জলাভূমি যেন রূপকথার দুয়োরাণীর গল্প। জলাভূমির সঙ্গে অবশ্য রয়েছে সাগর আর নদী এই দুয়েরই ঘনিষ্ট সম্পর্ক। সেই সম্পর্ক সুয়োরাণী-দুয়োরাণীর মতো বিরুদ্ধতার নয়, বরং সহযোগিতার।