ভবিষ্যতের অর্থনীতি ও প্রযুক্তির রূপরেখা কেমন হতে চলেছে, তা নিয়ে ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ একটি প্রতিবেদন (‘ফিউচার অফ জব রিপোর্টস ২০২৩’) প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, যে দুটি প্রধান ক্ষেত্রে বিস্তৃতি ও প্রসার হতে পারে বলে অনুমান তা হল: মনুষ্যরূপী রোবট (humanoid robot) ও অমনুষ্যরূপী রোবট (non-humanoid robot)।