আমেরিকায় তরুণ সমাজের মধ্যে এখন জনপ্রিয়তম ব্যক্তি ২৬ বছরের যুবক ল্যুইগি ম্যাঙ্গোনিয়ে! তিনি এক স্বাস্থ্য বীমা কোম্পানির সিইও’কে গুলি করে হত্যা করেছেন। কারণ, তাঁর স্বাস্থ্য বীমা থাকা সত্ত্বেও তিনি চিকিৎসা পাননি; এই একই অবস্থা আমেরিকার আপামর জনসাধারণেরও। তাই যুবসমাজ আজ ল্যুইগি’র পাশে। আমাদের দেশেই বা কী অবস্থা? এই অভূতপূর্ব ঘটনা ও লোক-ঠকানো স্বাস্থ্য বীমার কারবার নিয়ে আলোচনা করলেন রোগী অধিকার আন্দোলনের অগ্রণী কর্মী উত্তান বন্দ্যোপাধ্যায়।
2 Comments