না এ দেশে না বিদেশে, কস্মিনকালেও শোনা যায়নি যে কোনও রাষ্ট্রপ্রধান শেয়ার বাজারের ওঠানামা নিয়ে পরামর্শ দিচ্ছেন! অথচ, এবারে exit poll’এর সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এই কাজটিই করলেন। শেয়ার বাজারের ভাষায় একে বলে Insider Trading, যা অনৈতিক ও বেআইনি; কারণ, শেয়ার বাজারকে তা প্রভাবিত করে। SEBI কি এই ঘোরতর আইনি লঙ্ঘনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে?
