মিডিয়ায় খুনের স্বীকারোক্তি দেওয়া একদা দাউড ইব্রাহিমের সহযোগী, অন্তত ৪০টি মামলায় অভিযুক্ত বাহুবলী ব্রিজভূষণকে এখনও বাঁচানোর চেষ্টায় মরীয়া মোদি-শাহজী। কিন্তু বাধ সেধেছেন খেতিবারি দেহাতি সমাজ থেকে উঠে আসা সোনার পালোয়ানেরা। ঘটনাক্রম কোনদিকে মোড় নিল? আলোচক: মালবিকা মিত্র। পাঠ: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।