ব্যাধির রাজনীতি কথাটাকে একটু বাঁকাট্যারা করে লিখলে হতে পারে, এ দেশে অর্থনৈতিক কারণ হইতে উদ্ভুত বাধ্যতামূলক রাজনৈতিক ব্যাধি। অন্য ভাবে বলা যায়, তৃতীয় বিশ্বে ব্যাধি নিয়ে ঘটে চলা রাজনীতির অর্থনৈতিক কারণ। অথবা অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে রোগ বা ব্যাধির ক্রমবর্ধমান বিস্তার।