রাজ্যে দীর্ঘদিন ধরে টেট পরীক্ষায় সফল চাকরি-প্রার্থীদের আন্দোলন চলছে। ওরা অবশ্যই ঘোলা জলে মাছ ধরতে নামেননি। পেটের দায়ে, চাকরির সন্ধানে বা চাকরি পেতে তাঁরা আন্দোলনে নেমেছেন। ওরা এমনকি নির্জলা অনশনও করেছেন। বহু মানুষের সহানুভূতি তাঁদের দিকে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে, তিনি প্রকৃত দাবিতে করা আন্দোলনের পাশে আছেন এবং তাঁর সহানুভূতি রয়েছে তাঁদের দিকে। তারপরও দেখি নেমেছে অন্ধকার। পুলিস ওদের বাকরুদ্ধ করতে আসরে নেমেছে লাঠিসোটা নিয়ে। তবে কী আন্দোলন হচ্ছে ভুল দাবিতে?
অভিযোগ, রাজ্য পুলিস আন্দোলনরত যুবক-যুবতীদের কার্যত বলপ্রয়োগ করে সরিয়ে দিয়ে আদালতের কাছে নিজেদের শক্তির প্রমাণ দিল। আদালতের প্রশ্ন- পুলিস কি আন্দোলনকারীদের হটাতে পারে না, নাকি এই পুলিস এমনই শক্তিহীন যে ১৪৪ ধারা জারি করেও তা রক্ষার দায় নিতে অক্ষম?
বহু প্রশ্ন এরপরেও। …… আরও পড়ুন