ডা. দিলীপ মহলানবিশ

ডা. দিলীপ মহলানবিশ

শতাব্দীর শ্রেষ্ঠ ওষুধের এক প্রধান আবিষ্কর্তা

১৬ অক্টোবর ২০২২। ডা. দিলীপ মহলানবিশ চলে গেলেন। খবরের কাগজের কোনও একটা পাতায় নামটা বেরল বটে, তবে লোকে তেমন চিনল না। নামকরা লোক নন। টিভি’র সিরিয়াল করে বা ছোটমাপের রাজনৈতিক নেতাগিরি করে তাঁর চাইতে ঢের বেশি নাম করা যায় এ-বঙ্গে, তবে লক্ষ কোটি মানুষের প্রাণ বাঁচানো যায় না। ডাক্তার মহলানবিশ সেই ‘সামান্য কাজ’-টুকু করেছিলেন। তিনি ডায়ারিয়া জাতীয় রোগে জীবনদায়ী অতি পরিচিত ওষুধ ওআরএস-এর অন্যতম আবিষ্কর্তা।

ওরাল রিহাইড্রেশন সল্যুশন, সংক্ষেপে ওআরএস। এক গ্লাস জলে অল্প দামের খানিকটা পাউডার মিশিয়ে খাওয়া। বাজারে পাউডার না কিনে ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় এমন জিনিস। সেটাকে নিয়ে রাষ্ট্রসংঘের চিলড্রেন্স’ ফান্ড (ইউনিসেফ) বলল, ‘বিংশ শতকের আর কোনও একক মেডিক্যাল আবিষ্কার এত বেশি সংখ্যক মৃত্যুকে এত কম সময়ের মধ্যে এবং এত কম খরচে আটকানোর ক্ষমতা দেখায়নি।’ আরও পড়তে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!