অর্থনীতি চর্চার মহলে দু’ ধরনের দুর্গতির কথা বলা হয়- মহামন্দা আর মন্দা। পরপর দুই ত্রৈমাসিকে জাতীয় আয় হ্রাস পেলে (বৃদ্ধির হার নেতিবাচক হলে) তাকে বলা হয় মন্দা। উৎপাদন কমার সঙ্গে সঙ্গে কর্মহীনতার হার বাড়ে, বিক্রিবাটা (খুচরো বিক্রি) ভালোরকম কমে যায়। সাধারণভাবে মন্দায় দ্রব্যমূল্যও কমে যায়, কারণ অধিকাংশ মানুষের হাতে খরচ করার টাকা থাকে না। দুই ত্রৈমাসিক বা ছয় মাস ছাড়িয়ে সংকোচন চললে সেটা হল মহামন্দা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী মহামন্দা আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৯২৯-১৯৩৩’এ ঘটেছিল। উৎপাদন সংকোচন চলে ৪ বছর, কর্মহীনতার সর্বোচ্চ হার হয়েছিল ২৫ শতাংশ। ডজন ডজন ব্যাঙ্ক আর শত শত কোম্পানি দেউলিয়া হয়ে যায়।