এক ঝাঁ-চকচকে বিশ্ব। ক্রমশ উন্নতিশীল অন্তহীন প্রযুক্তির মোহময় বিশ্ব! প্রযুক্তির এই উদারতা বশে এনেছে, শাসনে রেখেছে তামাম পৃথিবীকে। অসুরসদৃশ মুনাফাসর্বস্ব অল্প কিছু মানুষের দানে ঝলমল করছে শপিং মল, বড় বড় কাফে-রেস্তোরাঁ, বার। আকাশ ছুঁয়ে ফেলা অট্টালিকা, বহুতল ফ্ল্যাট বাড়ি, সেতু, ফ্লাইওভার- মাটি থেকে বেশিক্ষণ তাকাবার চেষ্টা করলে স্পনডিলোসিস্ হবার উপক্রম! এ এক যাদুময় বিস্ময়!! ঘাসে ঘাসে পা ফেলে বনের পথে যেতে যেতে রবি ঠাকুরেরও এক বিস্ময়ের উদ্রেক হয়েছিল। আবার ফুলের গন্ধেও ছিল তাঁর চমক। আর আজ এ সভ্যতারই এক চমক, বিস্ময়!!