দৃশ্য-নিবন্ধ

কারা বুনছে এই বিষের ভাণ্ডার?

Internet and Mobile Association of India বা IAMAI ও KANTAR এক প্রতিবেদনে জানাচ্ছে যে, ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটিতে পৌঁছে যাবে। এদের মধ্যে প্রায় ৫০ কোটি জন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, যেখানে যথাক্রমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব হল সব থেকে জনপ্রিয়। আর এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিই ভরে উঠছে ঘৃণা, বিদ্বেষ ও হিংসার উন্মত্ত তাণ্ডবে। বিশাল জনসমাজ জুড়ে ছড়িয়ে পড়ছে সেই বিষাক্ত হানাহানি। কিন্তু কারা বুনছে এই বিষের ভাণ্ডার?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *