হরিয়ানায় বিধ্বংসী অবৈধ খনন
বেশ কয়েক বছর ধরে চলা হরিয়ানার নুহ জেলার আরাবলিতে যে অবৈধ খনন কাজ চলছিল, তার উপর শীর্ষ আদালত এবার যথার্থই ক্ষুব্ধ হয়েছে। গত ২৯ মে (২০২৫) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্টতই জানিয়েছে, আগামী ১৬ জুলাইয়ের (২০২৫) মধ্যে যদি অপরাধীদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত কঠোর ব্যবস্থা নেবে।