দৃশ্য-নিবন্ধ

অবশেষে যুদ্ধবিরতি

ভারত সরকারের বিদেশ মন্ত্রক ও সেনাবাহিনীর তরফে যখন বলা হচ্ছে, targeted attack on terrorist infrastructure, তখন গোদি মিডিয়া ভয়ঙ্কর উন্মাদনায় স্টুডিওতে ভিডিও গেম চালিয়ে দখল করে ফেলেছে গোটা পাকিস্তান। তারপর আচম্বিতে যেই যুদ্ধবিরতি ঘোষিত হল, হুড়মুড় করে ঘৃণা-বিদ্বেষ সব নিয়ে তারা পড়ল মুখ থুবড়ে। এবার আর মুখ লুকোবার জায়গা নেই, কিন্তু ঘৃণার চাষাবাদ বাদ দিলে ব্যবসা করবে কী করে? তাই আজব সব গপ্পো ফেঁদে এখনও চিল-চীৎকার চলেছে। কত লোক যে এইসব দেখে অসুস্থ হয়ে পড়লেন; রাস্তাঘাটে, পাড়া-বেপাড়ায় ‘সন্দেহজনক’ লোক দেখে পিটিয়েও দিলেন। এই শাপ থেকে মুক্তি কীভাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *