ছুটছি মোরা ছুটছি দেখ, ছুটছি মোরা হল্লা দি,
সবাই মিলে জটলা করে ছোটার সাথে পাল্লা দি।
আজ এই একবিংশ শতাব্দীর মধ্যগগনে দাঁড়িয়ে সুকুমার রায় হয়তো এভাবেই আজকের পৃথিবীকে দেখতেন। পিঠের সঙ্গে অলৌকিক ভাবে সংযুক্ত সেই কল, যার আবেশে মানুষ যন্ত্রবৎ সম্মুখে ধাবমান।

