বাঙালিরা কি এ দেশে ইহুদী?
দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের বাংলা কথা বলা ও বাঙালি হওয়ার সুবাদে যথেচ্ছ হেনস্থা ও বন্দী করা হচ্ছে। এই চূড়ান্ত আক্রমণ কি হিটলার শাসিত জার্মানিতে ইহুদী নিধনের স্মৃতিকে উসকে দিচ্ছে? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে। পশ্চিমবঙ্গের বাঙালিদের কি কোনও বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্যে এইভাবে অপদস্থ করা হচ্ছে? যে বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে সব থেকে বেশি বলিদান দিয়েছে, তাদের ওপরেই স্বাধীনতার ৭৮ বছর পরে এই বিবমিষা?

