প্রতিটি দিনই হোক ২৩শে জানুয়ারি

প্রতিটি দিনই হোক ২৩শে জানুয়ারি

তিনি সংসদে দাঁড়িয়ে সদম্ভে যা বলেছিলেন- ‘এক একেলা সব পর ভারী’- তা ২২শে জানুয়ারি করে দেখানোর চেষ্টা করলেন। সমস্ত সরকারি ক্ষমতা ও গোদি মিডিয়াকে কাজে লাগিয়ে গোটা দেশকে ধর্মের নামে উন্মত্ত করার চেষ্টা চলল। ভাগ্যিস, পরের দিনই ২৩শে জানুয়ারি। ধড়ে যেন প্রাণ এল- ‘এক নেতা, এক ধর্ম, এক ভাষা’ প্রসূত হিন্দি-হিন্দু-হিন্দুস্তানের আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে আমাদের আলোকবর্তিকা নেতাজী সুভাষ ও তাঁর আজাদ হিন্দ বাহিনী। জয় হিন্দ।

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • অভিজিৎ দাস , January 23, 2024 @ 7:50 pm

    বাহ্, খুব সাবলীলভাবে সুন্দর করে বলেছো।

  • অসিত , January 24, 2024 @ 2:10 pm

    খুব সুন্দর বক্তব্য, সামগ্রিক প্রেক্ষাপট ফুটে উঠেছে। বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!