তিনি সংসদে দাঁড়িয়ে সদম্ভে যা বলেছিলেন- ‘এক একেলা সব পর ভারী’- তা ২২শে জানুয়ারি করে দেখানোর চেষ্টা করলেন। সমস্ত সরকারি ক্ষমতা ও গোদি মিডিয়াকে কাজে লাগিয়ে গোটা দেশকে ধর্মের নামে উন্মত্ত করার চেষ্টা চলল। ভাগ্যিস, পরের দিনই ২৩শে জানুয়ারি। ধড়ে যেন প্রাণ এল- ‘এক নেতা, এক ধর্ম, এক ভাষা’ প্রসূত হিন্দি-হিন্দু-হিন্দুস্তানের আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে আমাদের আলোকবর্তিকা নেতাজী সুভাষ ও তাঁর আজাদ হিন্দ বাহিনী। জয় হিন্দ।
2 Comments