সবাই জানত সংখ্যালঘু সরকার জোট সরকার, ডাইনে আনতে বাঁয়ে কুলায় না। বাজেট তো যেন শরিকি বাজেট। মন্ত্রিসভা, স্পিকার, স্পেশাল প্যাকেজ, এসব নিয়েই বুঝি টানাটানি শুরু হবে। বাঙালরা বলে আড়াই হাতি গামছা আব্রু ঢাকে তো ইজ্জত ঢাকে না। কিন্তু সরকার বেশ স্বস্তিতেই মন্ত্রিসভা করল, স্পিকার করল, বাজেটও করল, হাবেভাবেও যেন ‘চারশো পার সরকার’।