কোন পথে বাংলাদেশ?
বাংলাদেশ আজ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কাল কী ঘটবে কেউ জানে না। বাঙালি ছাত্ররা বার বার প্রমাণ দিয়েছে তারাই দেশের কারিগর। ছাত্রদের পাশে গোটা বাংলাদেশ আজ পথে। ‘ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি…’ (পার্সা)।