স্বাস্থ্য আমার অধিকার
রোগী অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন উত্তান বন্দ্যোপাধ্যায়। রোগীর অধিকার বলতে আমরা কী বুঝি, স্বাস্থ্য বীমা বনাম নিখরচায় সরকারি স্বাস্থ্য পরিষেবা, জনস্বাস্থ্যের বিপদ, কর্পোরেট স্বার্থ – এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে উত্তান ধরার চেষ্টা করেছেন এই দৃশ্য-নিবন্ধটিতে।